Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দয়াল বাবা মস্তান শাহর এর মাজার
বিস্তারিত

দয়াল বাবা মস্তান শাহর এর মাজার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামে অবস্থিত। এ মাজারটি ৭০ বৎসর পূর্বে প্রতিষ্টিত হয়। প্রতি বছরের মাঘ মাসের ১৫ তারিখ এ মাজারের বাৎসরিক উৎসব পালন করা হয়।

 

 

এক নজরে মুরাদনগর

 

মুরাদনগর  বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা।  ২২ টি ইউনিয়ন নিয়ে এটি কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা। ইউনিয়নগুলোর নাম- শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর(পূর্ব), পূর্বধইর(পশ্চিম), বাংগরা(পূর্ব), বাংগরা(পশ্চিম), চাপিতলা, কামাল্লা, যাত্রাপুর, রামচন্দ্রপুর(দক্ষিণ), রামচন্দ্রপুর(উত্তর), মুরাদনগর, নবীপুর(পূর্ব), নবীপুর(পশ্চিম), ধামঘর, জাহাপুর, ছালিয়াকান্দি, দারোরা, পাহাড়পুর, বাবুটিপাড়া এবং টনকী। 

 

 

এক নজরে মুরাদনগর উপজেলা

 

০১.   আয়তন           :     ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার

০২.   ইউনিয়নের সংখ্যা     :     ২২ টি 

০৩.   মৌজার সংখ্যা      :     ১৫৩ টি

০৪.   গ্রামের সংখ্যা        :     ৩০৮ টি

০৫.   পরিবার সংখ্যা       :     ৮২,৭০০ টি

০৬.   পুলিশ স্টেশন        :     ০১ টি

পুলিশ ক্যাম্প        :     ০১ টি

০৭.   জনসংখ্যা (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)      :     ৬,৬৭,৩২০ জন

০৮.  পুরুষ             :     ৩,৩১,৩৬০ জন    

০৯.   মহিলা            :     ৩,৩৫,৩৬০ জন

১০.   গ্রোথ রেট (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)          :     ১.১৬%

১১.   শিক্ষিতের হার(২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)   :     ৪৬%

১২.   পরিবার পরিকল্পনা ক্লিনিকের সংখ্যা              :     ০১ টি

১২ (ক).    সক্ষম দম্পতির সংখ্যা                  :     ৯৯,৮৫৪ জন      

১২ (খ).    পরিবার পরিকল্পনা কেন্দ্রের সংখ্যা          :     ১২ টি

১২ (গ).    কমিউনিটি ক্লিনিক                    :     ৩৮ টি

১৩.   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স                      :     ০১ টি

১৩(ক).     উপ-স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা                     :     ০১ টি

১৪.   পশু হাসপাতাল            :     ০১ টি

১৪ (ক).    কৃত্রিম প্রজনন কেন্দ্রের সংখ্যা ‍            :     ০২ টি

১৫.   বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা                   :     নেই

১৫ (ক).    ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা              :     ০১ টি

১৬.   গ্যাস ফিল্ড চালু                           :     ০২ টি

১৬ (ক).    গ্যাস ফিল্ড (পরিত্যক্ত)                :     ০১ টি

১৭.   বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা          :     ১৪৫ টি

১৮.   ইউনিয়ন ভূমি অফিস  :     ২১ টি

১৯.   হাট-বাজারের সংখ্যা   :     ৩৫ টি

২০.   বার্ষিক খাদ্য উৎপাদন :     ৭৯,৮৫৯ মে: টন

(ক). খাদ্যের চাহিদা       :     ৮৯,৪৭৬.১৪  মে: টন

(খ).  খাদ্য ঘাটতি        :     ৯,৬১,৭১৪ মে: টন  

২১.   কলেজ :

     (ক)  সরকারী কলেজ      :     নেই

     (খ)  বেসরকারী কলেজ     :     ১২ টি

     (গ)  বেসরকারী মহিলা কলেজ     :     নেই

২২.   মাধ্যমিক বিদ্যালয়         :

     (ক)  সরকারী মাধ্যমিক বিদ্যালয়   :     ০১ টি

     (খ)  বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় (৬টি জিুনিয়রসহ)        :     ৫১ টি

     (গ)  মাধ্যমিক মহিলা বিদ্যালয়          :     ১১ টি

২৩.   বেসরকারী মাদ্রাসা    :    

     (ক)  দাখিল, আলিম, ফাজিল ও ১টি কামিল মাদ্রাসাসহু          :     ৩৪ টি

     (খ)  বেসরকারী মহিলা দাখিল মাদ্রাসা                    :     ০১ টি

২৪.   প্রাথমিক বিদ্যালয়     :

     (ক)  সরকারী প্রাথমিক বিদ্যালয়    :     ১৪৯ টি

     (খ)  বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয়   :    ২৬ টি

     (গ)  স্বল্পব্যয়ী কমিউনিটি বিদ্যালয়        :     ২৯ টি

২৫.   পরীক্ষা কেন্দ্র :

(ক)  এস,এস,সি পরীক্ষা কেন্দ্র           :     ০৯ টি

     (খ)  দাখিল পরীক্ষা কেন্দ্র        :    ২৬ টি

     (গ)  এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্র          :     ০৭ টি

     (ঘ)  আলিম, ফাজিল, কামিল পরীক্ষা কেন্দ্র  : ০২ টি

     (ঙ)  ডিগ্রি পরীক্ষা কেন্দ্র         : ০২ টি

     (চ)  এস,এস,সি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র           :     ০১ টি

     (ছ)  এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা কেন্দ্র     :     ০১ টি

     (জ)  এইচ,এস,সি বাউবি পরীক্ষা কেন্দ্র                     :     ০১ টি

     (ঝ)  এস,এস,সি বাউবি পরীক্ষা কেন্দ্র                :     ০১ টি

২৬.   আশ্রয়ন প্রকল্পের সংখ্যা      :     ০২ টি

২৭.   আদর্শ গ্রাম প্রকল্প          :     ০৫ টি

২৮.   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন     :     ০১ টি

 

উপজেলার অবস্থান ও সীমানা :উত্তরে নবীনগর উপজেলা, পূর্বে দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, দক্ষিনে চান্দিনা ও দেবিদ্বার উপজেলা, পশ্চিমে দাউদকান্দি, হোমনা ও বান্ছারামপুর উপজলা।

     কুমিল্লা জেলা সদর থেকে সড়ক পথে ৩৫.৪২ কি: মি: দূরে গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলাটি অবস্থিত। ত্রিপুরা, আসাম ও মেঘালয় খেকে নেমে আসা পানি প্রায় প্রতি বছরই এ উপজেলার হাজার হাজার একর জমির ফসল নষ্ট করা সত্বেও সংগ্রামে, ঐতিহ্যে ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়ে টিকে থাকার এক ঈষণীয় সাফল্যের দাবীদার এ এলাকার জনসাধারণ।